অনেক আগে থেকে শোনা যায় এখানে ষাট আওলিয়া ধ্যান মগ্ন অবস্খায় থাকত। তাই সেই থেকে জায়গাটির নাম ষাট আউলিয়ার দরবার শরীফ।এরপর থেকে এখানে যুগে যুগে বিভিন্ন আউলিয়গন আগমন করতে থাকে এবং তারা এলাকার মাঝে সবার কাছে ইসলা ধর্ম প্রচার করে। এরপর থেকে জায়গা আলামপুর ইউনিয়নের ঐতিয্যবাহী স্থান হিসাবে পরিচিতি লাভ করে । এছাড়াও এখানে হিন্দু ধর্মালম্বীদের জন্য একটি কালী মন্দির রয়েছে যা এখান কার হিন্দুদের ধর্মীয় উপাসানালয় হিসেবে ঐতিয্য বহন করে। এখানে রয়েছে বিশাল বড় বটগাছ যা একটা গাছ থেকে সারা এলাকা বিস্তৃত। সারা বছর এখানে প্রচুর পর্যটনের ভীর লক্ষ্য করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস