Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গির্জা

আলামপুর ইউনিয়ন এ কোন খ্রিষ্টান ধর্মালম্বী মানুষ নেই। এখানে সেরক কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান নেই। সে কারনে অলামপুর ইউনিয়নে কোন গির্জা নেই। আলামপুর ইউনিয়নে প্রায় ৮০ ভাগ মুসলিম জনগোষ্টির বসবাস করে। বাকি ২০ ভাগ হিন্দু ধর্মালম্বী দের বসবাস হিন্দুদের ধর্মীয় উপাসানালয় প্রায় ২৫ টা মত মন্দির রয়েছে আলামপুর ইউনিয়নে। সকল সকল ধর্মের প্রতি সম্র্মান জানিয়ে আলামপুর ইউপির চেয়ারম্যান বলেন যে, যার যার ধর্ম আমরা সেই সেই পালন করবো। কারো কাজে আমরা কখনো বাধা দেব না। আর এটাই আমাদের আদর্শ হওয়া উচিত।