খয়েরপুর গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে গ্রমের জনগন চলাচলা করে। আলামপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৪কিমি দক্ষিনে খয়েরপুর গ্রাম অবস্থিত। বর্তমানে গ্রামের চলাচলের রাস্তাাট উন্নয়ন হওয়ার কারনে যাতায়ত ব্যবস্থা আরো সুগম হয়েছে। খয়েরপুর গ্রামটি আলামপুর ইউনিনের প্রাকৃতিক সৌন্দয্যের এক লীলা ভূমিও বলা চলে। এখানে রয়েছে খয়েরপুর বিল। মন চাইলে সপরিবারে বেড়াতে আসতে পারেন। এখানে আপনার মঙ্গল কামনাই আমাদের একমাত্র কাম্য।